বিএনপির কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই প্রতিনিধি

ইউএনএন বিডি নিউজঃ কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে খোঁজ-খবর নিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন দুই কূটনীতিক। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার ও রুম্মান দস্তগীর আজ বিকেল ৫টার দিকে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যান। রিজভীর সঙ্গে মিনিট বিশেষ আলাপ করেন।বৈঠক শেষে রিজভী জানিয়েছেন, মার্কিন কূটনীতিকরা দেখা করতে এসেছিলেন। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছেন।ওদিকে দূতাবাস সূত্র জানিয়েছে, দূতাবাসের নিয়মিত যোগাযোগ কার্যক্রমের আওতায় এ সাক্ষাত। সব রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করে থাকেন দূতাবাস কর্মকর্তারা।রুহুল কবির রিজভীর সঙ্গে কূটনীতিকদের বৈঠকের সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ।
More News from বাংলাদেশ
-
বাংলাদেশকে টিকাদানসহ নানা কর্মসূচিতে মোট ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে আইডিএ
-
-
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ছিল প্রশ্নবিদ্ধ সরকারের নৈতিক পরাজয়
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-