তাহাজ্জুদ নামাজ ও এবাদত করে কারাগারে দ্বিতীয় রাত পার করেছেন খালেদা জিয়া

ইউএনএন বিডি নিউজঃ রাতে তাহাজ্জুদ নামাজ ও এবাদত বন্দেগির মাধ্যমে কারাগারে দ্বিতীয় রাত পার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর ভোরে কারা কর্তৃপক্ষের দেয়া নাস্তা করেছেন তিনি।কারা কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, কারাগারে খালেদা জিয়ার চিকিৎসাসেবার জন্য একজন চিকিৎসকও রাখা হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত পরিচারিকা সঙ্গে রয়েছেন।কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারের মূলফটকের ভেতরে পুরনো অফিস ভবনে রাখা হয়েছে। সিনিয়র জেল সুপারের ওই অফিস কক্ষে একটি খাট, টেবিল, চেয়ার, টিভি ও দুটি ফ্যান রয়েছে।
তিনি বলেন, তার চিকিৎসাসেবা নিশ্চিত করতে একজন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। আদালতের অনুমতি নিয়ে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা। ভিআইপি বন্দি ও জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে সব সুযোগ-সুবিধা দিচ্ছে কারা কর্তৃপক্ষ। সকালে তাকে একটি জাতীয় দৈনিক পড়তে দেয়া হচ্ছে। ভিআইপি বন্দি ও জেল কোড অনুযায়ী খালেদা জিয়া সব সুযোগ-সুবিধা পাবেন।এর আগে শুক্রবার রাতে কারাগারে প্রথমদিন খালেদা জিয়া ভাত, মাছ ও সবজি খেয়েছেন। সকালে কারা কর্তৃপক্ষের দেয়া রুটি-সবজি দিয়ে নাস্তা করেন তিনি।
More News from বাংলাদেশ
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক
-