৫০ আইনজীবীর বিবৃতি খালেদা জিয়া ন্যায়বিচার পাননি

ইউএনএন বিডি নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন সুপ্রিমকোর্টের ৫০ জন আইনজীবী।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া এই মামলায় ন্যায়বিচার পাননি। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। যে অভিযোগের ভিত্তিতে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে খালেদা জিয়ার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।
আইনজীবীরা বলেন, বিএনপি চেয়ারপারসনকে এ দেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টার অংশ হিসেবে এ রায় দেয়া হয়েছে। তাদের আশা, খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এবং নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবেন।
বিবৃতিদাতারা হলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক সম্পাদক সাইদুর রহমান ও গিয়াস উদ্দিন আহমেদ, গোলাম আরশাদ, সুপ্রিমকোর্ট বারের প্রাক্তন সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদি, তৈমূর আলম খন্দকার, এ বি এম ওয়ালিউর রহমান, প্রাক্তন সহসভাপতি ফাহিমা নাসরিন মুন্নি, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জামিল আখতার এলাহি, মোহাম্মদ আলী, এ এইচ এম কামরুজ্জামান মামুন, মো. আব্দুল্লাহ আল মাহবুব, এ এন এম আবেদ রাজা, মির্জা আল মাহমুদ, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, মাজেদুল ইসলাম পাটোয়ারী, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, গাজী কামরুল ইসলাম প্রমুখ।
More News from বাংলাদেশ
-
বাংলাদেশকে টিকাদানসহ নানা কর্মসূচিতে মোট ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে আইডিএ
-
-
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ছিল প্রশ্নবিদ্ধ সরকারের নৈতিক পরাজয়
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-