বিকেলে খালেদার সংবাদ সম্মেলন

ইউএনএন বিডি নিউজঃ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাতে তিনি জানিয়েছেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।’
বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত ড. মো. আখতারুজ্জামান এর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ রায় ঘোষণার কথা রয়েছে। এই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
রায়কে সামনে রেখেই ইতোমধ্যে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ২০ দলীয় জোট ও জাতীয় নির্বাহী কমিটির সভা করেছেন খালেদা জিয়া। তাছাড়া গত সোমবার সিলেট গিয়ে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করে আসেন তিনি। এবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিতে সংবাদ সম্মেলনে আসছেন তিনি।
এই রায়কে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে উৎকণ্ঠা রয়েছে। নাশকতা সৃষ্টির যে কোনো চেষ্টা ঠেকাতে প্রস্তুতির কথাও জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মহানগরীতে মিছিল, জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
More News from বাংলাদেশ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )