খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১২ মার্চ ও ১০ এপ্রিল

ইউএনএন বিডি নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার শুনানি পিছিয়েছে। মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার ৮ মামলার শুনানির জন্য আগামী ১২ মার্চ এবং যাত্রাবাড়ী থানায় দুটি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলার শুনানির জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানির ওই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, মোট ১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানায় যাত্রী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আর রাষ্ট্রদ্রোহ মামলায় ইতোমধ্যেই আসামিপক্ষ হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন। ওই মামলায় চার্জ গঠন সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। বাকি ৯ মামলায় চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।
More News from বাংলাদেশ
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-
-