বেগম জিয়ার যাত্রাপথে পুলিশ যেন কারফিউ জারি করে: রিজভী

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে তাঁকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থান করছে- রাস্তার দুই পাশে সব দোকানপাট বন্ধ, বিএনপির নেতাকর্মীদের কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। পরিস্থিতি এমন যেন বেগম জিয়ার যাত্রাপথে পুলিশ কারফিউ জারি করে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি সরকারকে এ ধরনের অমানবিক ও ন্যক্কারজনক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, যাত্রাপথে গাড়িবহরকে কাঁচপুর ব্রিজ মোড়, চিটাগাং রোড, গাউছিয়া বাজার, সিনহা টেক্সটাইল, মাধবদী, তারাবো চৌরাস্তা, রূপগঞ্জ বাজার পর্যন্তু রাস্তার দুপাশে নেতাকর্মীরা দাঁড়ালে পুলিশ তাদের ওপর চড়াও হয়। অনেককে গ্রেপ্তার করে। তিনি এসব আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
More News from বাংলাদেশ
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক
-