গোপালগঞ্জে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

ইউএনএন বিডি নিউজঃ এলাকায় নাশকতা ঘটানোর আশংকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হান্নান সিকদারসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হান্নান সিকদার (৬৫), কোষাধ্যক্ষ মো. জাফর সিকদার (৪৬) ও সদস্য মোস্তফা সিকদার (৬০)।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলীনূর হোসেন জানান, আগামী ৮ ফ্রেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলেন গ্রেপ্তারকৃত বিএনপির এসব নেতারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খায়েরহাট গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।তিনি জানান, ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-