আমানউল্লাহ আমান ‘আটক’

ইউএনএন বিডি নিউজঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুউদ্দিন আলমকে ‘আটক’ করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আমানউল্লাহ ও নাজিমুদ্দিনকে আটক করা হয়। আমানের ব্যক্তিগত সহকারী আব্দুস সোবহান স্বপন এসব তথ্য জানান।জানা যায়, সন্ধ্যার পর থেকে এ দুই নেতার বাসা ঘেরাও করে রাখে গোয়েন্দা পুলিশ। পরে রাত সাড়ে ৮ টার দিকে তাঁদের আটক করে।বিএনপির দলীয়সূত্রে জানা যায়, দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির নেতা মতিউর রহমান মন্টুসহ চারজনকে রাজধানীর পল্টন এলাকা থেকে আটক করা হয়।ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বিএনপি সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তাঁর শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়। বিএনপির জানিয়েছে, তাদের কয়েকশ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
More News from বাংলাদেশ
-
কারাগারে কোনো মৃত্যুর ঘটনায় আইন বাতিলের দাবি আইনহীনতারই নামান্তর : হাছান মাহমুদ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা