জরুরি বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা

ইউএনএন বিডি নিউজঃ জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতা। বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের বিশ্বস্ত সূত্র জানায়, বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। ধারণা করা হচ্ছে, আগামী ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখেই স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করছেন।বৈঠক থেকে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বৈঠকে আছি। এ বিষয়ে পরে কথা হবে।’ স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্যের ব্যক্তিগত সহকারীও নিশ্চিত করেছেন বৈঠকের কথা।সূত্র জানায়, বিএনপির নির্বাহী কমিটির বৈঠকে তিনটি সেশন থাকবে। প্রথমটি সকালে, এটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত। দ্বিতীয় সেশনে নির্বাহী কমিটির সদস্যরা আলোচনা করবেন। তৃতীয় ও সমাপনী সেশনে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন খালেদা জিয়া।
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু