জিয়া চ্যারিটেবল মামলার যুক্তি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

ইউএনএন বিডি নিউজঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের পরবর্তী যুক্তি উপস্থাপন ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরবর্তী যু্ক্তি উপস্থানের জন্য দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এদিন ধার্য করেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।মামলার আসামি ট্রাফিক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য ওই দিন ধার্য করেন আদালত।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-