হেলালও উৎপীড়নের নিষ্ঠুর শিকার: ফখরুল

ইউএনএন বিডি নিউজঃ দলের তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে ‘আটকের ঘটনা’য় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও সরকারের সেই উৎপীড়নের নিষ্ঠুর শিকার হলেন।’
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে মগবাজারের নিজ বাসা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলালকে ‘তুলে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছে’ পুলিশ। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যৎ দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে বিরাট বাধা হিসেবে গন্য করে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর-নিপীড়ন ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি করেছে। আর সেজন্যই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা চালাচ্ছে, নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতন করছে। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও সরকারের সেই উৎপীড়নের নিষ্ঠুর শিকার হলেন। আজিজুল বারী হেলালের ন্যায় দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে বাসা থেকে উঠিয়ে নেওয়ার পরও তাঁকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের অস্বীকৃতি জানানো অত্যন্ত আতঙ্কজনক।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি এই ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার অবস্থান সর্বসম্মুখে অবহিত করে মুক্তির জোর দাবি করছি।’
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তাঁর শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-