বিএনপি নেতা হেলালসহ আটক ৬

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ছয় জনকে আটক করেছে ডিবি পুলিশ।বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে হেলালকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ছাত্রদলের অন্তত পাঁচ নেতাকেও আটক করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। এরা হচ্ছেন- মোহন, পার্থ, বাবু, মাসুদ ও মিঠু আখন।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না রাইজিংবিডিকে জানিয়েছেন, রাত ৮টার দিকে আজিজুল বারী হেলালকে আটক করেছে ডিবির একটি দল। এ সময় সেখান থেকে আরো পাঁচ ছাত্রদল নেতাকেও আটক করা হয়।এদিকে, বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি গাজী লিটনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পলটন থানার অফিসার ইনচার্জ (ওসি)। এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গুলশান এলাকা থেকে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তার শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়।বিএনপি অভিযোগ করেছে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
More News from বাংলাদেশ
-
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-
-
বগুড়ায় মজুত ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ
-
শত শত ব্যক্তি প্রতিদিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগী ভর্তি করাতে পারছেন না