রাতে জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ইউএনএন বিডি নিউজঃ দলের নীতি নির্ধারকদের নিয়ে ‘জরুরি বৈঠকের’ পর এবার ২০ দলীয় জোটের শরিকদের নিয়েও বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে খালেদা জিয়ার মামলার কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জোটের অবস্থান ও পরবর্তী কর্মকৌশলসহ বেশ কিছু বিষয় প্রাধান্য পেতে পারে বলে জোট নেতারা মনে করছেন।দলের সাংগঠনিক বিষয়সহ বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।এর আগে গতকাল শনিবার রাতে দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-