খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে পুলি

ইউএনএন বিডি নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। রায় প্রত্যাশিত না হলে রাজপথের আন্দোলনে যেতে পারে বিএনপি। যদিও মামলার রায়কে ঘিরে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ লক্ষ্যে সারাদেশে মাঠ পর্যায়ে কাজ করছেন গোয়েন্দারা। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।
এদিকে,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান। অপরাধ যে-ই করুক না কেন, তার শাস্তি হবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুলনা করা চলবে না। তারা জনগণের বন্ধু, তারা পেশাদার পুলিশ। কাজেই বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কিছু ঘটলে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর কোনও দল বা গোষ্ঠী যাতে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে, পুলিশ সেজন্য সারাদেশে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবে। মাঠ পর্যায় থেকে গোয়েন্দা তথ্য নিয়ে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যেকোনও মুহূর্তে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবসময় প্রস্তুত আছি। আর কোনও নির্দিষ্ট তারিখ বা বিশেষ কোনও ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিন্ন প্রস্তুতি থাকে। খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে আমরা মাঠ পর্যায় থেকে ইন্টেলিজেন্স রিপোর্ট সংগ্রহ করবো। সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হবে।’
একই কথা বলেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানও। বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ খালেদা জিয়ার মামলার রায় হতে আরও কয়েকদিন বাকি আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।’
পুলিশের পাশাপাশি মামলার রায় পরবর্তী প্রতিক্রিয়ার বিষয়ে বিশেষ প্রস্তুতি রয়েছে বিএনপিরও। দলটির একাধিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মামলার রায় অপ্রত্যাশিত হলে রাজপথে কর্মসূচি দেওয়া হবে।
কোনও কারণে মামলার রায় অপ্রত্যাশিত হলে বিএনপির তা আইনি পথে মোকাবিলা করা উচিত বলে মনে করেন আইজিপি একেএম শহীদুল হক। একইসঙ্গে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘রায় আদালত দেবে। আদালত কারও পক্ষে-বিপক্ষে রায় দেয় না। এতদিন যে সাক্ষী প্রমাণ হাজির করা হয়েছে— তার ভিত্তিতেই রায় হবে। রায় যা-ই হোক তা আমাদের সবার মেনে নেওয়া উচিত। রায় কেউ না মানলে উচ্চ আদালতে যেতে পারেন। এ বিষয়ে আইনের প্রক্রিয়া আছে। সেটা মেনে চলা উচিত। বিএনপি দায়িত্বশীল একটি দল। রায় তারা মেনে নিতে না পারলে আইনের প্রক্রিয়ায় যাবে। কিন্তু দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কিছু তারা করবে না, এটা আমার বিশ্বাস। তারপরও আমাদের প্রস্তুতি থাকবে। কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-