শেখ হাসিনার ‘বানানো নির্বাচনে’ যাবে না বিএনপি: দুদু

ইউএনএন বিডি নিউজঃ বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনার বানানো নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একইসঙ্গে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারপ্রধান থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র : শহীদ জিয়াউর রহমান ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন হবে। তবে সেই নির্বাচনে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান থাকবেন না। তার নিয়ন্ত্রণে আরও কোনও নির্বাচন হবে না। আমার নেত্রী বলেছেন, আমিও বলছি- আমরা নির্বাচনে যাবো কিন্তু হাসিনার বানানো নির্বাচনে নয়।’
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে চান। আমরা বলেছি এ সংবিধানের আন্ডারে ভালো কিছু সম্ভব না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।’
সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনার জন্য ভোট দিতে হয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও তিনি ক্ষমতায় আসতে পারেনি। তারপর একটি যুদ্ধ করতে হয়েছে। ৩০ লাখ লোক শহীদ হয়েছে, ২ লাখ মা-বোনের শ্লীলতাহানি হয়েছে।’
এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াকে বারবার কোর্টে যেতে হচ্ছে। আমরা তা মেনে নিয়েছি। কিন্তু কোর্টে যাওয়ার সময় আমাদের নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। কোনও মামলা, অভিযোগ ছাড়াই নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থি। অথচ এখানে তারা (আওয়ামী লীগ) সংবিধানের কথা উচ্চারণই করেন না। আসলে বর্তমান অবৈধ সরকারই সংবিধান মানছে না।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে এবং জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির ড.খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-