ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হতে পারে কাল

ইউএনএন বিডি নিউজঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হতে পারে আগামীকাল। কাল রাতে দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।উত্তরে সিটিতে দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করাই বৈঠকের মূল আলোচ্য বিষয় বলে জানা গেছে। রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে।জানা গেছে, তাবিথ আউয়ালকে এবারো উত্তর সিটিতে দলের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হতে পারে। ইতোমধ্যে দলের অভ্যন্তরে এ ধরনের আলোচনা স্থান পেয়েছে। তবে জোটের শরীক জামায়াতে ইসলামীর প্রার্থী মো: সেলিম উদ্দিন প্রচারণার মাঠে থাকায় সব কিছু সামলে জোটগতভাবে একক প্রার্থী দিতে চায় বিএনপি।বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। তেজগাঁও নির্বাচনী অফিসে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।এদিকে ঢাকা উত্তর সিটির ১৮ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে মহানগর উত্তর বিএনপি। নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয় থেকে এ ফরম বিক্রি করা হয়েছে।
More News from বাংলাদেশ
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু
-