‘আমি আওয়ামী লীগের গুলি খেয়ে মরতে চাই’

ইউএনএন বিডি নিউজঃ পোশাকধারী বাহিনী নয়, রাজপথে আওয়ামী লীগের গুলি খেয়ে মরতে চান বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
শনিবার (৬ জানুয়ারি) রাতে একটি বেসরকারী চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।পাপিয়া বলেন, রাজপথ না আলোচনার টেবিলে- তা বিএনপির হাই-কমান্ড সিদ্ধান্ত নিবে। আমি তো সাধারণ এক কর্মী মাত্র। প্রয়োজনে রাজপথে মরতেও দ্বিধাবোধ করি না। তবে র্যাব-পুলিশের গুলিতে নয়, আওয়ামী লীগের গুলিতে মরতে চাই।পাপিয়া আরও বলেন, র্যাব-পুলিশ ছাড়া আওয়ামী লীগ মাঠে নামুক তাহলে দেখা যাবে কার কত হেডাম।রুবায়েত ফেরদৌসের উপস্থাপনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
More News from বাংলাদেশ
-
-
একজন সিরাজুল আলম খান : শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানানোর কারিগর
-
সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের
-
অর্থমন্ত্রী তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
-
বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ : আমু