৫ জানুয়ারির কর্মসূচি নিয়ে রাতে বসছে বিএনপি

ইউএনএন বিডি নিউজঃ ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করার অনুমতি না পেয়ে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নিতে রাতে বৈঠকে বসছে বিএনপি।দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামীকাল (শুক্রবার) গণতন্ত্র হত্যা দিবস। প্রশাসন থেকে আমাদের কোনো ধরনের কার্যকলাপ করার অনুমতি দেয়নি। কিন্তু আওয়ামী লীগকে ঢাকা উত্তর-দক্ষিণে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে। একচোখা সবকিছু।’ এ বিষয়ে রাতে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।তবে বিএনপির সিদ্ধান্ত জানাতে শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা দিয়ে ঢাকাসহ সারা দেশে কর্মসূচি দেয় বিএনপি। রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাইলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণভাবে সমাবেশ করতে পারবে বিএনপি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।দলীয় সূত্র বলছে, শেষ পর্যন্ত ঢাকায় উন্মুক্ত সমাবেশ করতে না পারলে ঢাকার বাইরে মহানগর, জেলা ও উপজেলা সদরে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কালো পতাকা মিছিল হবে।গত ১ জানুয়ারি সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিতে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
More News from বাংলাদেশ
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক