‘রেজিস্টার্ড গ্রাজুয়েটস নির্বাচনে সিরিয়াস হোন’

ইউএনএন বিডি নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধি নির্বাচনকে গুরুত্ব সহকারে নিতে জাতীয়তাবাদী পরিষদের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী পরিচিতি সভায় এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী পরিষদ এই নির্বাচন সিরিয়াসভাবে নিচ্ছে না। আমি একজন আজীবন সদস্য। আমার বাসায় আটটি ভোট। আমার কাছে এখনো চিঠি আসে নাই। আপনারা নির্বাচন সিরিয়াসলি করছেন না। আরো সিরিয়াস হতে হবে।’
এ সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চা্ইতে জাতীয়তাবাদী প্রার্থীদের প্রতি পরামর্শ দেন বি্এনপির মহাসচিব।
তিনি বলেন, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতিতে সিনেট নির্বাচন গুরুত্বপূর্ণ। তবে যে রাষ্ট্রে গণতন্ত্র নেই, সেখানে সিনেট নির্বাচন কতখানি সুষ্ঠু হবে তাতে সন্দেহ আছে। গতবারের অভিজ্ঞতা মনে আছে, প্রার্থীদের কেন্দ্রে যেতে দিতে বাধা দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যের আগে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিএনপি ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হাসানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহামুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।
More News from বাংলাদেশ
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক