বিএনপিকে নিয়ে সুষ্ঠু নির্বাচন চায় না সরকার: ফখরুল

ইউএনএন বিডি নিউজঃ বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিয়ে সরকার একটি সুষ্ঠু নির্বাচন চায় না। এ জন্য সরকার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা দেয়া হয় সকালেই।ছাত্রদলের সমাবেশে প্রশাসনের বাধা দেয়ার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘সরকার চায় না বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হোক।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আর কেউ তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করুক, তাও চায় না ক্ষমতাসীনরা। সরকার জরিপ করে জেনেছে, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে ও নির্বাচন সুষ্ঠু হলে তারা হেরে যাবে। এ জন্যই সরকার বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে এবং পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে।’
এদিকে কুমিল্লার একটি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।মির্জা ফখরুল বলেন, দেশে কোথাও স্বস্তি, শান্তি ও নিরাপত্তা নেই। তিনি মনে করেন, এ মুহূর্তে ক্ষমতা থেকে সরকারের চলে যাওয়া ও পদত্যাগ করা উচিত।দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেদের অধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকারকে বাধ্য করতে হবে।’
মন্ত্রিপরিষদের রদবদল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাদের মাথাব্যথা। আমার ভাবনা হল, আমি রাজনীতি করতে পারছি না। কথা বলার স্বাধীনতা পাচ্ছি না। শেষ মুহূর্তে এসে প্রতিটি সরকার এ কাজ করে। তারা মনে করে কিছু রদবদল করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে।সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, উপদেষ্টা আবদুল সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন-উন নবী খান সোহেল।
More News from বাংলাদেশ
-
-
কারাগারে কোনো মৃত্যুর ঘটনায় আইন বাতিলের দাবি আইনহীনতারই নামান্তর : হাছান মাহমুদ
-
ফের চার্জশিটভুক্ত আসামি কার্টুনিস্ট কিশোরকে ওই মামলায় রিমান্ডে নেওয়ার পুলিশি আবেদন নিয়ে প্রশ্ন
-
অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
-
-
ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের সদস্য পদ শূন্য ঘোষণা
-
এবার ব্রিটেনের অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেমন ছিল (ভিডিও সহ )
-
সেনাবাহিনী ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়িয়ে লিফলেট বিলি : আসামি সহস্রাধিক
-
-
পৌর নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার