রংপুরে ক্ষমতাসীন দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন: মির্জা আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর হাই কোর্ট মাজার প্রাঙ্গণে বিএনপির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণ শেষে তিনি আরও বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কোনো সমস্যা সৃষ্টি করা হলে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে নির্বাচন কমিশন দায়ী থাকবে।তিনি নির্বাচনে জয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।তিনি এসময় দাবি করেন, বিদেশে খালেদা জিয়া ও তার পরিবারের নামে যে সম্পত্তির কথা বলা হচ্ছে ‘তার কোনো অস্তিত্ব নেই’। আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই।জনগণকে ‘বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যা’ সংবাদ সরকার প্রচার করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি শামসুল হুদা, মোহাম্মদ মোহন এ সময় তার সঙ্গে ছিলেন।
More News from বাংলাদেশ
-
রাজধানীর থানা গুলোতে বাঙ্কার তৈরী : সার্বক্ষণিক মেশিনগান প্রহরা
-
-
-
করোনা মহামারিতে শ্রমজীবী মানুষের সহায়তা নিশ্চিত করুন : সিপিবি
-